নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের ছয় মাস পর ফের ভারতীয় দল টেস্ট অভিযান শুরু করতে চলেছে বৃহস্পতিবার থেকে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। চলতি বছরের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজের প্রথম ম্যাচে হেরে গেলেও পরে দুরন্তভাবে ফিরে আসে ভারত। সেই সিরিজ ৪-১ ফলে জিতে নেয় রোহিত শর্মার নেত্বাধীন দ্বিতীয় সারির ভারতীয় দল। সেই সিরিজে  বিরাট কোহলি তো বটেই, আরও টেস্ট খ্যাত ক্রিকেটাররা ছিলেন না। শামিও ছিলেন না, পন্তও ছিলেন না। সব ম্যাচে বুমরাহও খেলেননি, তাও সিরিজ জিততে অসুবিধা হয়নি টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সিরিজ দিয়েই নিজের প্রথম টেস্ট অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে বিরাটদের নয়া হেডস্যার গৌতম গম্ভীরের। পাকিস্তানকে তাঁদের ডেরায় গিয়ে ২-০ সিরিজ হারানোর পর আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্তদের বাংলাদেশও। ভারত এবং বাংলাদেশ দল ঠিক কেমন হতে পারে প্রথম টেস্টে, একঝলকে সম্ভাব্য একাদশ-

ভারতের সম্ভাব্য একাদশ-

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করবেন যশস্বী জয়সওয়াল। এরপর ফার্স্ট ডাউনে শুভমন গিল। এরপর বিরাট কোহলি, উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত, লোকেশ রাহুল। জোড়া স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। এরপর কুলদীপ যাদব থাকছেন। দুই পেসার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ খেলতে পারেন প্রথম একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

ওপেনিং করবেন শাদমান ইসলাম এবং জাকির হাসান। ফার্স্ট ডাউনে আসতে পারেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস। তারপর আসবেন জোড়া স্পিন অলরাউন্ডার শাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ। বোলারদের মধ্যে থাকছেন তাস্কিন আহমেদ, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।

এই সিরিজে ফেভারিট হিসেবেই মাঠে নামতে চলেছে ভারতীয় দল। তাঁর কারণ গত এক দশকে দেশের মাটিতে টেস্টে ভারতের জয়ের সঙ্গে হারের সংখ্যার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। ভারত জিতেছে গত এক দশকে ঘরের মাঠে ৪০ টেস্টে, সেখানে ভারত হেরেছে মাত্র ৪টি ম্যাচে। এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে দেশের মাটিতে শুধু বাংলাদেশ সিরিজে নয়, আগামী নিউজিল্যান্ড সিরিজেও টিম ইন্ডিয়াই ফেভারিট হিসেবে মাঠে নামতে চলেছে। আর আগামী দশ টেস্টের মধ্যে প্রথমটি শুরু হচ্ছে বৃহ্স্পতিবার।

More From Author

বিরাট সিদ্ধান্ত ICC-র! রইল না পুরুষ মহিলা বিভেদ! T20 বিশ্বকাপের প্রাইজ মানি সমান

বিরাট সিদ্ধান্ত ICC-র! রইল না পুরুষ মহিলা বিভেদ! T20 বিশ্বকাপের প্রাইজ মানি সমান

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে রোহিতের একাদশে তিনিই ব্রাত্য?

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে রোহিতের একাদশে তিনিই ব্রাত্য?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *